পটুয়াখালীর বাউফলে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/IMG_20230227_210535-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় পটুয়াখালীর বাউফলে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৩ পালিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারি (সোমবার) বেলা ১১টায় পরিসংখ্যান ও উপজেলা প্রশাসনের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী সদস্যসহ পরিসংখ্যান ব্যুরোর, উপজেলা ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। পরে পরিষদ মিলনায়তনে দিবসটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিসংখ্যান অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সবুজ এর স্বাগত বক্তব্য ও সভাপতিত্বে জাতীয় পরিসংখ্যান দিবসের আলোচনা সভা ও রেলীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, সঠিক ও নির্ভুল পরিসংখ্যান একটি দেশের উন্নয়নের প্রথম শর্ত। যে দেশের পরিসংখ্যান যত উন্নত, সে দেশ তত বেশি উন্নত। তথ্য সংগ্রহ এবং এর গুণগতমান নিশ্চিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সংশ্লিষ্ট সকলকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন