পটুয়াখালীতে কিশোরীকে অপহরণের ৫দিন পর উদ্ধার, আটক-২
পটুয়াখালীর কলাপাড়ায় অপহরণের ৫দিন পর এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে ৪ জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন কিশোরীর মা।
পরে রাতেই প্রধান অভিযুক্ত মিন্টুকে আটকের পর তার দেয়া তথ্যানুযায়ী অপহরণে সহায়তাকারী ইব্রাহীমের বাড়ি টিয়াখালী থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে টিয়াখালী ইউপির বঙ্গবন্ধু কলোনিতে খালার বাড়িতে থেকে ওই কিশোরীকে কুপ্রস্তাব দিতো ভাড়াটে মোটরসাইকেল চালক ইব্রাহীম। এতে ওই কিশোরী রাজি না হলে গত ১২ এপ্রিল বাড়ির সামনে থেকে অপহরণ করে মিন্টু ও তার সহযোগীরা।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, অপহরণ মামলার তিন ঘন্টার ব্যবধানে কিশোরীকে উদ্ধার করা হয়েছে এবং প্রধান অভিযুক্তসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন