পটুয়াখালীর কলাপাড়ায় অর্ধশতাধিক সামুদ্রিক কচ্ছপসহ পিতা পুত্র-আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/10/20211006_152605-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পটুয়াখালীর কলাপাড়ায় ৫৪টি সামুদ্রিক কচ্ছপসহ তোতা আকন (৪৮) ও তার ছেলে রুবেল (২৬) আকনকে আটক করেছে আন্ধারমানিক কোস্টগার্ড।
মঙ্গলবার দিবাগত রাত ২টার (বুধবার) দিকে পৌর শহরের লঞ্চঘাট সংলগ্ন নতুন কাঠপট্রি এলাকার নিজ বাসা থেকে তাদেরকে আটক করা হয়।
পরে বুধবার দুপুর দুইটায় উদ্ধারকৃত কচ্ছপ ও আটককৃত দুই ব্যক্তিকে উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড সদস্যরা।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট তাহসিন রহমান জানান, তারা দীর্ঘদিন ধরে কচ্ছপ ব্যবসায় জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা আবদুস সালাম মিয়া জানান, এঘটনায় বন্যপ্রানী সংরক্ষন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত কচ্ছপ আন্ধারমানিক নদীতে অবমুক্ত করা হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন