পটুয়াখালীর কলাপাড়ায় লকডাউনের ৪র্থ দিনে ১৮জনকে অর্থদন্ড
কঠোর লকডাউনের চতুর্থ দিনে পটুয়াখালীর কলাপাড়ায় স্বাস্থ্যবিধি না মানায় ১৮ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রবিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত কলাপাড়া পৌর শহরসহ বিভিন্ন এলাকায় পথচারি ও ব্যবসায়ীদের ৩৪ হাজার ৮’শত টাকা অর্থদন্ড দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জগৎবন্ধু মন্ডল।
এসময় সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, বিধিনিষেধ উপেক্ষা করে দোকান খোলার দায়ে এ.জে ইলেকট্রনিক্সে ১২ হাজার টাকা, অশোক এন্ড ব্রাদ্রার্সকে পাঁচ হাজার টাকা, সাব্বির টেইলার্স তিন হাজার টাকা ও ইহলাম বস্ত্রালয়ে পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
এছাড়া মাস্ক পরিধান না করা ও বিনা কারণে ঘরের বাহিরে বের হওয়ার ফলে ১৪ জন পথচারিকে ৯ হাজার ৮’শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জগৎবন্ধু মন্ডল জানান, ‘চলমান পরিস্থিতিতে নিয়ম ভঙ্গ করার অপরাধে দোষীদের অর্থদন্ড দেয়া হয়েছে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন