পটুয়াখালীর কলাপাড়ায় গনপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/11/456.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
‘সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় গনপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার সকাল দশটায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কলাপাড়ার আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলাপাড়া প্রেসক্লাবের সম্মুখ্যে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, আইডিইবির কলাপাড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক প্রকৌশলী রাইসুল ইসলাম, ইসমাইল তালুকদার পলিটেকনিক ইনষ্টিটিউটের অধ্যক্ষ আবু সালেহ, পায়রা বন্দরের প্রকৌশলী শহিদুল ইসলাম ও সরকারী খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল হক প্রমুখ।
সমাবেশে বক্তারা, ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে ৩ বছরে রুপান্তর না করা, ইমারত নির্মান বিধিমালা ২০০৮ ও বিল্ডিং কোড ২০২০ বিধিমালার জনস্বার্থবিরোধী ধারা উপধারা সংশোধন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ইনক্রিমেন্ট পদোন্নতী কোটা উন্নতি করন, বেতন ও পদবি নির্ধারন, পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা, ল্যাব, শ্রেনী কক্ষ এবং শিক্ষকদের পদোন্নতি ও বেতন ভাতা বৃদ্ধির দাবি জানান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন