পটুয়াখালীর কলাপাড়ায় গাঁজাসহ ০২ কারবারী গ্রেফতার
পটুয়াখালীর কলাপাড়ায় ২ কেজি ৬’শ ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পতিবার দুপুর দুইটার দিকে উপজেলার ধানখালী ইউপির লোন্দা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা করা হয়। এসময় কারবারী মামুন মৃধার নিজ বাড়ির রান্না ঘরে চুলার পাশের মাটি খুড়ে একটি রংঙের কৌটায় রাখা পলিথিনে মোড়ানো এসব মাদক উদ্ধার করে পুলিশ। একই সময় সহযোগী মাদক কারবারী জহিরুল ইসলামকেও আটক করা হয়। ধৃত মামুন মৃধা ওই ইউপির রব মৃধার ছেলে ও জহিরুল একই ইউপির ছালাম হাওলাদারের ছেলে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম উদ্দিন জানান,গত তিন মাস আগে মামুনকে মাদকসহ গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। জামিনে বেড়িয়ে ফের মাদক ব্যবসায় জড়ান তিনি। এ তথ্য আমাদের কাছে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কলাপাড়া থানার একটি চৌকশ পুলিশ টিম। এসময় উদ্ধারকৃত মাদকসহ মামুন ও জহিরুলকে আটকে সক্ষম হয় পুলিশ সদস্যরা। তিনি জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে কলাপাড়া থানায় অন্তত ০৪টি মাদক মামলা রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন