পটুয়াখালীর কলাপাড়ায় জমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ৩৫
পটুয়াখালীর কলাপাড়ায় বিরোধপূর্ণ জমির মাটি কাটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে ৩ নারীসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ২০ জনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।
এদের মধ্যে গুরুতর আহত নুরুল আলম, মোঃ নাজিম, মোঃ সোহাগ ও সবুজ এ চার জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এছাড়া আহত ১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানান, বন্দোবস্ত পাওয়া জমির বিরোধকে কেন্দ্র করে সোমবার শেষ বিকালে চর দিঘর বালিয়াতলী গ্রামে প্রায় ঘন্টাব্যাপী এই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। স্থানীয় বায়েজীদ দফাদার গ্রুপের সঙ্গে নুরুল আলম ভূইয়াদের বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন