পটুয়াখালীর কলাপাড়ায় জেলেদের হাডুডু খেলা, উৎসুক মানুষের ভীড়
পটুয়াখালীর মহিপুরে দীর্ঘ বছর পরে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা।
বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় জাটকা সংরক্ষন সপ্তাহ উপলক্ষে জেলেদের অংশগ্রহনে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় মহিপুর মৎস্য বন্দর একাদশ ও আলীপুর মৎস্য বন্দর একাদশের মধ্যে মহিপুর মৎস্য বন্দর একাদশ বিজয় লাভ করে।
এসময় হাড্ডাহাড্ডি লড়াইয়ের এ খেলা দেখতে ভীড় জমান কয়েক হাজার উৎসুক মানুষ।
এর আগে জেলেদের জাটকা আহরণে সচেতন করতে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) হুমায়ূন কবির।
এছাড়া জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) আবুল কালাম আজাদসহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে হাডুডু খেলায় অংশগ্রহনকারী ও বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন