পটুয়াখালীর কলাপাড়ায় জোয়ারের পানিতে ১০ গ্রাম প্লাবিত, পানি বন্দী হাজারো মানুষ
পটুয়াখালীর কলাপাড়ায় স্বাভাবিকের চেয়ে উচ্চ জোয়ারের প্রভাবে দুইটি ইউনিয়নের অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।
উপজেলার লালুয়া এবং চম্পাপুরে বেড়িবাঁধের ভাঙ্গা অংশ দিয়ে পানি প্রবেশের ফলে এসব এলাকার প্রায় ৭ হাজার মানুষ এখন পানিবন্দী হয়ে পড়েছে।
তলিয়ে গেছে কয়েক’শ একর ফসলী জমি।
পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পাওয়ায় ভেসে গেছে একাধিক চাষিদের ঘের ও পুকুরের মাছ।
এতে বড় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।
ভুক্তভোগী মানুষের দাবি, এসব এলাকায় বেড়িবাঁধ পুন:নির্মান কিংবা সংস্কার না হওয়ায় এমন ক্ষতির মুখে পড়েছেন তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন