পটুয়াখালীর কলাপাড়ায় জয়িতা সম্মাননা পেলেন অধ্যক্ষ রেখা
পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষা বিস্তারে অনন্য অবদান রাখায় ’জয়িতা’ সম্মাননা পেলেন আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা।
’জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ কার্যক্রম এর আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তর তাঁকে এ সন্মাননা প্রদান করেন।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ৯ ডিসেম্বর কলাপাড়া উপজেলা পরিষদ দরবার হলে উপকূলে শিক্ষা বিস্তারে অনন্য অবদান রাখায় শিক্ষা ক্যাটাগরিতে মহিলা বিষয়ক অধিদপ্তর তাকে ’জয়িতা’ সন্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করে।
এছাড়া অর্থনৈতিক ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী ক্ষুদ্র নারী উদ্দোক্তা জান্নাত আরা মিলি, সমাজ সেবায় নিউ নিউ খেইন, সফল জননী অনিতা রানী এবং নির্যাতনের বিভীষিকা নারী ক্যাটাগরিতে সাহসী নারী পায়েল হাওলাদারকে সন্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।
‘জয়িতা’ অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা বলেন, এ সম্মাননা উপকূলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমার নিরলস চেষ্টা আরও জাগ্রত করে তুলবে। আমি উপকূলের নারীদের স্বাবলম্বী করে তুলতে শিক্ষা ক্ষেত্রে নারীদের অংশগ্রহন নিশ্চিত করতে কাজ করছি। সকলের দোয়া নিয়ে আমৃত্যু কাজ করে যেতে চাই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




