পটুয়াখালীর কলাপাড়ায় নিজের শরীরে সিরিঞ্জ দিয়ে বিষ পুশ, যুবকের মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়ায় সিরিঞ্জ দিয়ে নিজের শরীরে বিষ পুশ করায় সুমন গাজী (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সুমন বালিয়াতলী ইউপির তুলাতলী গ্রামের সিদ্দিক গাজীর ছেলে।
মৃতের পারিবারের সদস্যরা জানান, প্রায় দুই বছর আগে সুমনের সাথে ধুলাসার ইউপির চাপলী গ্রামের (সৎ পিতা) ইউসুফের মেয়ে সাদিয়ার বিয়ে হয়। বিয়ের দেড় বছর পর থেকে সুমনের শ্বশুর বাড়ীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার শালিস মিমাংসাও হয়েছে। দুই মাস আগে সুমনের স্ত্রী তার বাবার বাড়িতে একটি কন্যা সন্তানের জন্ম দেন। ১৫ দিন আগে সুমন তার শ্বশুর বাড়ি থেকে নিজ সন্তানকে নিয়ে আসতে চাইলে শ্বশুর বাড়ির লোকজন তাকে মারধর করে। এই মানসিক চাপ সহ্য করতে না পেরে ৩ দিন আগে সিরিঞ্জ দিয়ে নিজের পায়ে বিষ (ঘাস মারা ঔষধ) প্রয়োগ করে। এতে সমুন গুরুতর অসুস্থ হয়ে পরলে মঙ্গলবার বিকালের দিকে তাকে স্বজনরা হাসপাতালে ভর্তি করে।
পরে রাত ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. মাহমুদুর রহমান জানান, ‘আমরা তাকে পর্যাপ্ত চিকিৎসা প্রদান করেছি।’
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন