পটুয়াখালীর কলাপাড়ায় নৌকার উঠান বৈঠকে বিদ্রোহী প্রার্থীর প্রচারণা, আ.লীগে ক্ষোভ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/06/56757u-883x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পটুয়াখালীর কলাপাড়ায় ইউপি নির্বাচনকে ঘিরে নৌকা মার্কার উঠান বৈঠকে আওমী লীগের বিদ্রোহী প্রার্থী বক্তব্য দেয়ায় দলীয় নেতা কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সোমবার সন্ধ্যায় লতাচাপলী ইউপির শেষ নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠকে এ ঘটনা ঘটে। ওই উঠান বৈঠকে টিয়াখালী ইউপি চেয়ারম্যান সুজন মোল্লার বক্তব্য প্রদানের পরই আওয়ামী নেতা কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষুব্ধ আওয়ামী কর্মীরা বলছেন,গত ২৬ ডিসেম্বর ২০২১ টিয়াখালী ইউপি নির্বাচনে অংশগ্রহনের মাধ্যমে নৌকার বিদ্রোহী প্রার্থী হিসেবে সুজন মোল্লা নির্বাচিত হন। এমনকি দলীয় আচরণ বিধি ভঙ্গের দায়ে ওই সময়ে বিদ্রহী প্রার্থী হিসেবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
নেতাকর্মীদের অভিযোগ, বিভিন্ন সভা সমাবেশে সুজন মোল্লা নৌকার বিপক্ষে নির্বাচন করে চেয়ারম্যান হয়েছেন বলে একাধিকবার বক্তব্য প্রদান করেছেন। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর পরেও কিভাবে নৌকা মার্কার উঠান বৈঠকে সুজন মোল্লা বক্তব্য প্রদান করেন এ নিয়ে নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এদিকে নাম প্রকাশে অনেচ্ছুক আওয়ামী দলীয় এক নেতা জানান, উপজেলা আওয়ামী লীগ’র সভাপতি মাহাবুবুর রহমান তালুকদারের স্নেহভাজন হওয়ায় সুজন মোল্লাকে লতাচাপলী ইউপি নির্বাচনের নির্বাচনী প্রচারণায় বক্তব্য প্রদানের সুযোগ করে দেয়া হয়েছে। এমনকি মাহাবুবুর রহমান সেসময় একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার জানান, বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে । কোন আওয়ামী বিদ্রোহী প্রার্থী দলীয় কার্যক্রমে অংশগ্রহন করতে পারবেন না। বিষয়টি জেলা নেতৃবৃন্দের কাছে উপস্থপন করবেন বলে জানান তিনি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন