পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরে ডুবে মো. মুসা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে । সোমবার দুপুর তিনটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউপির দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুসা ওই গ্রামের মাসুম আকনের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, ঘটনার সময় শিশুটিকে বাড়িতে খুজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। পরে অনেক খোঁজা খুঁজি করে বাড়ির পুকুরে মুসার সন্ধ্যান পাওয়া যায়।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। কলাপাড়া থনার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি কেউ আমাদের জানায়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন