পটুয়াখালীর কলাপাড়ায় বন্যশুকরের মাংসসহ যুবক আটক
পটুয়াখালীর মহিপুরে ২ মন বন্য শুকরের মাংসসহ চান মং (২২) নামের এক রাখাইন যুবককে আটক করেছে নিজামপুর কোষ্টগার্ড।
মঙ্গলবার দুপুরে নিজামপুর খেয়াঘাট থেকে তাকে আটক করা হয়। আটককৃত চান মং পাশ্ববর্তী তালতলী উপজেলার সওদাগর পাড়ার থান তে মং এর ছেলে।
কোষ্টগার্ড জানায়, চান মং রাখাইন তালতলী থেকে পলিথিনে মোড়ানো ৮০ কেজি বন্য শুকরের মাংস বিক্রির উদ্দেশ্যে কুয়াকাটা রাখাইন পাড়ায় নিয়ে যাচ্ছিলো। এসময় নিজামপুর খেয়া ঘাটে পারাপারের সময় টহলরত কোষ্টগার্ডের সদস্যরা তাকে আটক করে। পরে তারা চান মং কে মহিপুর বন কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।
এছাড়া উদ্ধারকৃত মাংস কোষ্টাগার্ড স্টেশনের পাশেই মাটিতে পুতে ফেলা হয়। মহিপুর রেঞ্জের বন কর্মকর্তা মো. আবুল কালাম জানান, বন্য শুকর নিধন বেআইনী। চান মং নামের ওই যুবকের বিরুদ্ধে বন্য প্রানী নিরাপত্তা ও সংরক্ষন আইন-২০১২ এর (৩৪) ক ও খ ধারায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন