পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) বেলা এগারোটার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যান্তরে ৭ নং ওয়াচ টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতাবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত ইলেকট্রিশিয়ান উজ্জল হাসান জামালপুর জেলার ফুলবাড়িয়া সদর ইউপির জাবেদ হাসানের ছেলে।
তিনি ওই বিদ্যুৎ কেন্দ্রে বিসিপিসিএল’র ইলেট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। এঘটনায় প্রত্যক্ষদর্শী নুর ইসলাম সঙ্গাহীন অবস্থায় কলাপাড়া হাসাপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও নিহতের সহকর্মীদের সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত এলাকায় ওয়াচ টাওয়ারের পাশে সড়ক লাইট মেরামত করছিলেন উজ্জল। এসময় তিনি বিদ্যুতায়িত হয়ে সিড়ি থেতে ছিটকে নিচে পড়ে যান। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
কলাপাড়া থানার ওসি তদন্ত মোঃ মোস্তাফিজ জানান,খবর পেয়ে আমারা হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়া চলমান আছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















