পটুয়াখালীর কলাপাড়ায় মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পটুয়াখালীর কলাপাড়ায় স্বাধীনতার সুবর্ন
জয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নমেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রোবাবার রাত নয়টায় পৌরসভা প্রাঙ্গনে খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুষ্কার বিতরণ করেন স্থানীয় সাংসদ মহিববুর রহমান। এসময় খেলা দেখতে পৌরসভা চত্বরে ভীড় জমায় ক্রীড়া প্রেমী উৎসুক হাজারো মানুষ। অনুষ্ঠানে পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আবদুল মোতালেব তালুকদারসহ পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলে।