পটুয়াখালীর কলাপাড়ায় শীতার্ত মানুষের পাশে এমপি মহিববুর রহমান
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/12/20211222_195851.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পটুয়খালীর কলাপাড়ায় অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য মহিববুর রহমান।
বুধবার শেষ বিকালে কলাপাড়া পৌরসভা প্রাঙ্গনে এসব কম্বল বিতরণ করেন তিনি।
এসময় পৌর শহরের ৯টি ওয়ার্ডে ৩ শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন এমপি।
বিতরণকালে পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, ২নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ূন কবির, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুর রহমান, ১নং ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর খাইরুল হাসনাত খালিদ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর নমীতা রানী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোজীনা আক্তার উপস্থিত ছিলেন।
সাংসদ মহিববুর রহমান জানান, ‘প্রতি বছরই আমি অসহায় ও গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করি। এই কাজটা আমি অনেক আগ থেকেই করে আসছি। এবছরও আমার নির্বাচনী এলাকা কলাপাড়া, মহিপুর, রাঙ্গাবালীসহ প্রতিটি ইউনিয়নে অসহায় শীতার্ত মানুষের শীত নিবারণের লক্ষে কম্বল পৌঁছে দেবো।’
সম্পূর্ন নিজস্ব অর্থায়নে এসব কম্বল বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন