পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের নতুন অধ্যক্ষ আবদুস সালাম

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের নতুন (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুস সালাম।

মঙ্গলবার সকালে জেষ্ঠ্যতার ভিত্তিতে তাকে এই এ দায়িত্ব দেয়া হয়।

সোমবার সাবেক অধ্যক্ষ শহিদুল আলমের শেষ কার্যদিবসে আবদুস সালাম তার দায়িত্ব গ্রহন করেন।

নবনিযুক্ত অধ্যক্ষ হিসেবে প্রথম কার্য দিবসে আবদুস সালামকে সংবর্ধনা দেন কলেজের শিক্ষকরা।
এসময় তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধানখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ বশির আহমেদ, ইসমাইল তালুকদার টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আবু সালেহ, খেপুপাড়া নেছার উদ্দিন সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাসির উদ্দিন, সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক বিভাগীয় প্রধান আবু ইউসুফ ও টিয়াখালী ইউনিয়ন পরিষদের নব নিযুক্ত চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক তায়েফ কুতুব উদ্দিন সুমন।

বক্তারা কলেজের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং নতুন অধ্যক্ষের কাছে শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহবান জানান।

নবনিযুক্ত অধ্যক্ষ আবদুস সালাম শিক্ষা জীবনে তিনি ১৯৮০ সালে মোজাহার উজাহার উদ্দিন কলেজের ভিপি ছিলেন। ১৯৮৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাষ্টার্স শেষ করেন। পরে ১৯৮৮ সালে পৌরনীতির শিক্ষক হিসেবে মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে যোগদান করেন।

নবনিযুক্ত অধ্যক্ষ আবদুস সালাম বলেন, শিক্ষা জীবনের ইচ্ছা ছিলো অনেক বড় রাজনীতিবিদ হবো। তবে সে ইচ্ছা পূরন না হলেও শেষ বয়সে এসে অধ্যক্ষ হওয়ার ইচ্ছা পূরন হয়েছে। কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকের ইচ্ছা এবং এলাকার জনগনের দোয়ায় আজ আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েছি। সততা এবং নিষ্ঠার সাথে কলেজের সকল সমস্যা সমাধানে কাজ করতে পারি তার জন্য সবার কাছে দোয়া চাই।