পটুয়াখালীর কলাপাড়ায় স্বেচ্ছাসেবক লীগের মাস্ক বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/04/1-9.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পটুয়াখালীর কলাপাডায় স্বাস্থ্য সচেতেনতা বৃদ্ধির লক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে’র উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে পৌরশহরের বিভিন্ন এলাকায় করোনা’র দ্বিতীয় ঢেউ মোকাবেলায় অসচেতন মানুষদের মাস্ক পরিয়ে দিয়ে সচেতেনতা মূলক প্রচারণা চালান উপজেলা ও শহর স্বেচ্ছাসেবক লীগ’র নেতা কর্মীরা।
মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওযামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, পৌর আওয়ামী লীগ’র সভাপতি ও পৌর মেয়র বাবু বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ সিকদার ও এডভোকেট সাঈদুর রহমান , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়ামিন আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ সর্বস্তরের জনসাধারণকে করোনাভাইরাস সংক্রমন রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেন এবং সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক পরিধান করে চলাচল করতে অনুরোধ জানান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন