পটুয়াখালীর কলাপাড়ায় ১৬৩ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরন

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ এর যাত্রা শুরু,এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় ১৬৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন করা হয়েছে।

শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে শনিবার (২৫ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক স্তরের সরকারী স্কুল শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. মহিববুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস প্রমূখ।

কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচৃ্যুতা নন্দ দাস জানান, উপজেলায় ১৬৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১টি করে ল্যাপটপ প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে সকল স্কুল ডিজিটাল থেকে স্মার্ট স্কুল হিসেবে আত্মপ্রকাশ করবে।