পটুয়াখালীর কলাপাড়ায় ২২ মন জাটকা উদ্ধার, ৫ ব্যবসায়ীকে অর্থদন্ড

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে ২২ মন নিষিদ্ধ জাটকা ইলিশসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।
শনিবার রাত এগারোটার দিকে শেখ কামাল সেতুর টোল পয়েন্ট এলাকা থেকে এসব মাছ জব্দ করা হয়।
পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কশিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডলের নির্দেশক্রমে ট্রাকের চালকসহ ৫ ব্যবসায়ীকে নিষেধাজ্ঞাকালীন সময়ে জাটকা ইলিশ মজুত ও পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।
এছাড়া জব্দকৃত মাছ রাতেই বিভিন্ন এতিমখানার মাদ্রাসা ছাত্রদের মাঝে বিতরন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু শাহা, কলাপাড়া সার্কেলের এ.এসপি আহমদ আলী, মহিপুর থানার ওসি মনিরুজ্জামান।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে। পুলিশের জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন