পটুয়াখালীর কলাপাড়ায় ৪ হাজার লিটার চোরাই ডিজেলসহ আটক ৩
পটুয়াখালীর কলাপাড়ায় ৪ হাজার লিটার চোরাই ডিজেলসহ ৩ চোরাকারবারীকে আটক করেছে কোষ্টগার্ড সদস্যরা।
এসময় চোরাই কাজে ব্যবহৃত ২০ টি তেলের ব্যারেল ও একটি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিয়াখালী নদী থেকে তাদের আটক করা হয়। পরে সকাল দশটার দিকে ধৃত মিজানুর রহমান (৩৫), পান্না মিয়া(২৮) ও মেহেদী হাসানকে (২১) কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।
আটককৃত পান্না ও মেহেদীর বাড়ি কলাপাড়া উপজেলার লালুয়া ইউপির মাঝের হাওলা গ্রামে। আর মিজানুর রহমানের বাড়ি ধানখালী ইউপির দেবপুর গ্রামে।
আন্ধারমানিক কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার কামাল উদ্দিন জানান, পায়রা বন্দর সংলগ্ন সাগরে ভাসমান বিভিন্ন লাইটারেজ জাহাজ থেকে এসব তেল অবৈধভাবে ক্রয় করেছিলো চোরকারবারী চক্রের সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে নদীতে কোষ্টগার্ডের টহলরত সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে। কলাপাড়া থানার ওসি মো.জসীম জানান,এবিষয়ে মামলা হবে এবং প্রক্রিয়াধীন রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন