পটুয়াখালীর কুয়াকাটায় বিএনপির বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
পটুয়াখালীর কুয়াকাটায় বিএনপির মিথ্যাচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।
শুক্রবার (২৬ আগস্ট) বিকালে কুয়াকাটা পৌর ছাত্রলীগের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কুয়াকাটা আওয়ামী
দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আবদুল বারেক মোল্লা। এসময় ছাত্রলীগের শতাধিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া ছাত্রলীগের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন কুয়াকাটা জয়বাংলা ক্লাবের সভাপতি রাইসুল ইসলাম শিবলু, পৌর ছাত্রলীগ নেতা আরিফ বিল্লাহ,বাইজিৎ আল-আরিফ প্রমুখ।
এসময় বক্তরা বলেন, শোকাবহ আগষ্ট মাসে জামাত বিএনপির ষড়যন্ত্রকারীরা মিথ্যাচারসহ মাথাচারা দিয়ে উঠেছে। দ্রব্যমূল্য এবং জ্বালানী তেলের দামবৃদ্ধির নাম করে অহেতুক মিথ্যচার করে দেশে অস্থিতিলীল পরিস্থিতির সৃষ্টি করছে। মূলত এর মধ্যেদিয়ে বিএনপির গুন্ডারা সারা দেশে মাথাচারা দিয়ে উঠেছে। নৈরাজ্য সৃষ্টি করে পাকিস্তানি দোসররা এ দেশের মানুষকে ভুল
তথ্য দিয়ে সরকার পতনের চেষ্টা চালাচ্ছে। বক্তারা আরো বলেন, দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে। কিন্তু বিএনপির নেতারা উসকানি দিয়ে বিক্ষোভ কর্মসূচির নামে ফের জ্বালাও পোড়াও সন্ত্রাসী কর্মকান্ডের পায়তারা করছে। কিন্তু তাদের কঠোর ভাবে প্রতিহত করাসহ দাঁত ভাঙ্গা জবাব দেবে ছাত্রলীগের নেতা কর্মীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন