পটুয়াখালীর মহিপুরে মায়ের ওড়না পেঁচিয়ে ছেলের আত্মহত্যা
পটুয়াখালীর মহিপুরে বাবা মায়ের সাথে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে সোহাগ বেপারী (২২) নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
রোববার রাত সাড়ে ১০ টার দিকে মৎস্য বন্দর আলীপুর বাজারের নিজ ভাড়াদেয়া বাসার ফ্যানের সাথে মায়ের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সোহাগ।
মৃত সোহাগ কুয়াকাটা খানাবাদ কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী এবং ওই এলাকার আনোয়ার বেপারীর ছেলে।
মৃতের স্বজনরা জানায়, ঘটনার রাতে ৯ টার দিকে বাবার কাছে হাত খরচের টাকা চায় সোহাগ। টাকা না পেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। রাত ১২ টায়ও ঘরে না ফেরায় খোঁজ করতে বের হয় পরিবারের সদস্যরা। পরে পাশের ভাড়াটিয়া বাসায় ফ্যানের সাথে ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
প্রতিবেশীরা জানান, এর আগেও সোহাগ দুইবার বিষপান করে এবং একবার গলায় ফাঁস দিয়ে আহত্মহননের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছিলো।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পরিবারের সাথে অভিমান করে সে আত্মহত্যা করতে পারে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন