পদত্যাগের দাবির প্রেক্ষিতে যা বললেন এফডিসির এমডি
সদ্য শেষ হওয়া শিল্পী সমিতির নির্বাচনে প্রযোজক ও পরিচালক সমিতির কাউকে প্রবেশ করে না দেয়ায় তাদের অপমান করা হয়েছে উল্লেখ করে বিএফডিসির এমডি নুজহাত ইয়াসমীনের স্বেচ্ছায় পদত্যাগের দাবি করেছেন চলচ্চিত্রের ১৮ সংগঠনের নেতৃবৃন্দ।
নুজহাত ইয়াসমিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ও শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন আঁতাত করে একপক্ষকে সুবিধা দিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন নুজহাত ইয়াসমিন। এফডিসিতে রোববার (৩০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পীরজাদা হারুনের সঙ্গে আমার আঁতাত করার প্রয়োজন নেই। যারা এসব কথা বলছেন সেগুলো প্রমাণ করার দায়িত্বও তাদের। মন্ত্রিপরিষদ বিভাগের করোনাভাইরাস বিষয়ক নির্দেশনা মেনে শিল্পী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছিল। আমার মনে হয়, আমি কোনো অন্যায় করিনি।
নুজহাত আরও বলেন, এফডিসির পাস হাজারও মানুষের কাছে আছে। কিন্তু মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, গণজমায়েত নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে।
নির্বাচনে অংশ নেওয়া দুই পরিষদ চাইলে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে সঠিক জায়গায় বিষয়টি উপস্থাপন করে সমাধান করতে পারতেন বলেও জানান এফডিসির এমডি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন