পদত্যাগ করতে পারেন মার্কিন প্রেসিডেন্টের চিফ অব স্টাফ রন ক্লেইন : এএফপি
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন শিগগীরই পদত্যাগ করতে পারেন। মার্কিন সংবাদমাধ্যম শনিবার এ খবর জানিয়েছে। খবর এএফপি।
প্রতিবেদনে বলা হয়, রন ক্লেইন ২০২০ সালের নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে এ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে বাইডেনের পাশেই রয়েছেন। কিন্তু নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের সময় থেকে তিনি তার সহকর্মীদের একান্তে বলেছেন, তিনি সরে দাঁড়াতে প্রস্তুত।
দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, আগামী ৭ ফেব্রুয়ারি বাইডেনের ইউনিয়ন ভাষণের আগেই রন ক্লেইন পদত্যাগ করতে পারেন।
হোয়াইট হাউসের এ পদটিতে যিনি কাজ করেন তাকে নানা মুখী চাপের মধ্যে থাকতে হয়। এ পর্যন্ত খুব কম চিফ অব স্টাফই চার বছরের মেয়াদ পূর্ণ করতে পেরেছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে এ পদে চারজন কাজ করেছেন।
৬১ বছর বয়সী ক্লেইন ভাইস প্রেসিডেন্ট আল গোরের চিফ অব স্টাফ হিসেবে ১৯৯৫ সাল থেকে ১৯৯৯ পর্যন্ত এবং বাইডেনের সময়ে ২০০৯ সাল থেকে ২০১১ পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বারাক ওবামার সময়ে তিনি ইবোলা ভাইরাস মোকাবেলা নিয়ে হোয়াইট হাউসের সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন