পদ্মার এক বাগাড় মাছের দাম অর্ধলাখ টাকা
পদ্মার পাড় রাজবাড়ীর দৌলতদিয়ায় ৪৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মাছ বাজারে এ মাছটি বিক্রি হয়।
জানা যায়, পদ্মার নদীর রাজবাড়ীর উড়াকান্দায় জেলেদের জালে এ মাছ ধরা পড়ে। স্থানীয় মাছ ব্যবসায়ী রেজাউল ইসলাম রাজ ৫০ হাজার টাকায় কিনে স্থানীয়দের কাছে বিক্রি করেন মাছটি।
জেলে ও মৎস্য ব্যবসায়ীরা বলেন, শুক্রবার ভোরে পাবনার জেলে শ্যাম হলদার পদ্মা নদীতে জাল ফেলে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায়। সকাল ৬টার দিকে জালে ঝাঁকি দিলে বুঝতে পারেন বড় কিছু আটকা পড়েছে। জাল গুটিয়ে নৌকায় তোলার আগে দেখেন বিশাল এক বাগাড়। বাগাড়টি তুলতে জেলেদের অনেক বেগ পোহাতে হয়। বিক্রির জন্য দৌলতদিয়া রেজাউল ইসলাম রাজের আড়তে ওজন দিয়ে দেখেন ৪৫ কেজি।
একতা মৎস্য আড়ত এর প্রোপাইটর রেজাউল ইসলাম রাজ বলেন, ভোরে নদীতে শ্যাম হলদারের জালে ৪৫ কেজি ওজনের বাগাড় ধরা পড়ে। এতবড় বাগাড় এ মৌসুমে প্রথম বার ধরা পড়েছে। তবে এ বড় মাছ কেনার কোন ক্রেতা না পেয়ে পরে স্থানীয়রা কয়েকজন মিলে বাগাড়টি কিনে নেয়।
রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বলেন, পদ্মা নদীতে মাঝে মধ্যে এমন বড় আকৃতির মাছ পাওয়া যায়। এ মৌসুমে এ মাছগুলো জেলেদের জালে বেশি ধরা পড়ে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন