পদ্মাসেতু ও মেট্রোরেল নির্মানে নানা প্রতিবন্ধকতা মোকাবেল করতে হয়েছে- প্রধানমন্ত্রী
পদ্মা সেতু নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত নানাভাবে বাধা দেওয়া হয়েছে, ষড়যন্ত্র হয়েছে। মেট্রোরেলের ক্ষেত্রেও নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। কিন্তু কোন বাধাই এসব নির্মাণে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি।
সোমবার (৯ জানুয়ারি) দুুপুরে মন্ত্রিসভার বৈঠক তিনি এসব কথা বলেন।
এসময় মেট্রোরেল ব্যবহারে আরও বেশি যত্নবান হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তার পরিকল্পনাতেই মেট্রোরেলের লাইন মতিঝিলের পরিবর্তে কমলাপুর পর্যন্ত বাড়ানো হয়েছে। মেট্রোরেল আধুনিক প্রযুক্তি নির্ভর। তাই এটির ব্যবহারের সময় বিশেষ যত্মবান হতে হবে।
বিমানবন্দর এলাকার যানজট নিরসনের বিষয়ে তিনি বলেন, বিমানবন্দর স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস নির্মাণ করে দেয়া হবে৷
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন