পদ্মায় তীব্র স্রোত: ঘাটে আটকে আছে ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক
মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ের ২১ জেলার দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে যানবাহনের চাপ আজও কমেনি। পদ্মার তীব্র স্রোতের কারণে ৫দিন ধরে এই রুটে ফেরি চলাচল ব্যহত হচ্ছে।
আজ শনিবার (১৫ জুলাই) সকাল থেকে ঘাট এলাকায় সাড়ে ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। তীব্র স্রোত, ইঞ্জিনের পাখা ও শেড ভাঙার কারণে এই রুটে ১৭টি ফেরি চললেও সকাল থেকে ১০টি ফেরি চলাচল করছে।
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারী বলেন, সকালে সাড়ে ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। এর মধ্যে ৫ শতাধিক পণ্যবাহি ট্রাক ঘাটে অবস্থান করছে। রাতে পদ্মার তীব্র স্রোতের সাথে পাল্লা দিয়ে ফেরিগুলো ধীরগতি নিয়ে চলাচল করে। লৌহজং টার্নিং পয়েন্টে ঘূর্ণাবর্তী তীব্র স্রোতের কারণে ফেরিগুলো কুলিয়ে উঠতে পারছে না। তাই যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। আগে এই রুটে চলাচলে দুই ঘণ্টা লাগতো এখন চার ঘণ্টা লাগছে। বেলা বাড়ার সাথে সাথে এই গাড়ির লাইন দীর্ঘ হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন