পদ্মায় যাত্রী নিয়ে ডুবোচরে আটকা ফেরি
পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ঝড়ের কবলে পড়ে যাত্রী ও যানবাহন নিয়ে ডুবোচরে আটকা পড়েছে একটি ফেরি। সোমবার মধ্যরাতে এনায়েতপুরী ও কুমারী নামে দুটি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়ে। প্রায় ৮ ঘন্টা পর মঙ্গলবার সকাল ৮টায় এনায়েতপুরী ফেরিটি উদ্ধার হলেও উদ্ধার হয়নি ফেরি কুমারী।
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মো. তানভীর জানান, সোমবার মধ্যরাতে যাত্রী ও যানবাহন নিয়ে পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে এনায়েতপুরী ও কুমারী নামের ফেরি দুটি ঝড়ের কবলে পড়ে। এসময় প্রচণ্ড বাতাসে ফেরি দুটি ডুবোচরে আটকে যায়।
রো-রো ফেরি গোলাম মওলা ও একটি আইটি জাহাজ দিয়ে ৮ ঘণ্টা চেষ্টার পর এনায়েতপুরী ফেরিটি উদ্ধার করা হয়।
কুমারী ফেরিটিও উদ্ধারে কাজ চলছে। অল্পসময়ের মধ্যেই এটি উদ্ধার সম্ভব বলে জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন