পদ্মা সেতু উদ্বোধন: সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের বর্ণাঢ্য র্যালী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/06/pic-25-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালী করেছে সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ।
‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু’- শীক স্লোগানে শনিবার (২৫ জুন) কলারোয়া থানা চত্বর থেকে শুরু করে র্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এতে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা।
এসময় ওসি বলেন, ‘পদ্মা সেতু আমাদের সক্ষমতার প্রতীক, আমাদের গর্বের প্রতীক। মাথা না নোয়ানোর প্রতিচ্ছবি।’
র্যালিত পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, থানার সেকেন্ড অফিসার জসিম উদ্দীন, এসআই রঞ্জন কুমার, এসআই আশিক হোসেন, এসআই মাসুদ রানা, এএসআই আনোয়ার হোসেন, এএসআই সেলিম রেজা, এএসআই নাসিরসহ কলারোয়া থানায় কর্মরত পুলিশ অফিসার ও সদস্যরা র্যালীতে অংশ নেন।
পরে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন