পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করবে বাংলাদেশ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে চলাকালীন ট্রিটি অন দ্য প্রহিবিশন অব নিউক্লিয়ার ওয়েপন্স স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে চলাকালীন ট্রিটি অন দ্য প্রহিবিশন অব নিউক্লিয়ার ওয়েপন্স স্বাক্ষর করবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পক্ষে এবং জাতিসংঘের পক্ষে সংস্থাটির মহাসচিব এতে স্বাক্ষর করবেন। সে লক্ষ্যে আজ মন্ত্রিসভায় চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন