পরমাণু ডুবোজাহাজ বানিয়ে চীনের মোকাবিলার প্রস্তুতি ভারতের

চীনের মোকাবিলায় নিজেদের নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে চলেছে ভারত। পরমাণু হামলায় সক্ষম ছ’‌টি ডুবোজাহাজ যাতে আরও দ্রুত সম্পূর্ণ করা যায় তারই তোরজোর শুরু করেছে দেশটি।

ভারত-প্রশান্ত মহাসাগরে চীন ক্রমশ শক্তি বাড়াচ্ছে। এই অবস্থায় পরমাণু ডুবোজাহাজ বানিয়ে চীনের মোকাবিলা করতে চাইছে দিল্লি। ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বা বলেন, ‘‌এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ’‌ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অক্ষের নিরাপত্তায় ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং আমেরিকাকে নিয়ে চার দেশের যৌথ বলয় তৈরি হবে তাতে নৌসেনা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি জানিয়েছেন।

গত মাসেই চার দেশের শীর্ষ আধিকারিকরা এই চতুর্পক্ষীয় নিরাপত্তা অক্ষের কাজ শুরু করে দিয়েছেন। পাকিস্তানের গদর বন্দরে ক্রমাগত চীনা উপস্থিতি ভারতের নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ বলে তিনি জানিয়েছেন।