পরিবহন ধর্মঘটে উত্তরবঙ্গে দুর্বিষহ অবস্থা
উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংক-লরি, কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ৭ দফা দাবিতে ডাকা কর্মবিরতির তৃতীয় দিনেও স্থবির হয়ে পড়েছে হিলি স্থলবন্দরের কার্যক্রম। পরিবহন মালিক ও শ্রমিকের কর্মবিরতির কারণে গত রবিবার সকাল থেকেই হিলিসহ দিনাজপুর থেকে সব রুটে পণ্য পরিবহন কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরই মধ্যে উত্তরবঙ্গে পণ্যবাহী যানবাহনের ধর্মঘট আরও ২৪ ঘণ্টা বাড়িয়ে ৭২ ঘণ্টা করা হয়েছে।
এতে করে হিলি বন্দরের অভ্যন্তরে পেঁয়াজ, চালসহ শতশত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। তবে স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম চালু রয়েছে। এর ফলে বন্দরে পণ্য জটের আশঙ্কা রয়েছে বন্দর কর্তৃপক্ষের। আর ট্রাক চালাতে না পারায় অনেক পণ্যবাহী ট্রাককে দিনাজপুরের হাউজিং মোড়, হিলিসহ বিভিন্ন প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
উল্লেখ্য, মহাসড়কে চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধ, ভ্যাট প্রত্যাহারসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষে এই কর্মবিরতির ডাক দেয় উত্তরবঙ্গ ট্রাক ও ট্যাংকলরি, কাভার্ডভ্যান, পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন