পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে শেরপুর কলেজে তারুণ্য উৎসব-২০২৫ উদ্বোধন

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যেকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শেরপুর সরকারি কলেজে পরিষ্কার পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে এ উৎসব উদ্বোধন করা হয়েছে।

(২ জানুয়ারি) বৃহস্পতিবার বেলা ১১টায় এ উপলক্ষ্যে শেরপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। শ্রেণি কক্ষসহ প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে উদ্বোধন করেন অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর শাহ কামাল উদ্দীন।

কলেজের প্রশাসনিক ভবন থেকে একটি র‍্যালি বের হইয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে অত্র কলেজের প্রধান গেইটে এসে শেষ হয়। পরে কলেজের রোভার স্কাউট, বিএনসিসি ও রেডক্রিসেন্ট এর ২০ জন সদস্য ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পড়ে থাকা পলিথিন, কাগজসহ উচ্ছিষ্ট পরিষ্কার করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রফেসর উত্তম কুমার নন্দী, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কাদির, রোভার স্কাউট দলের সদস্য আহাদুজ্জামান, জুবাইদুর রহমান, রাকিবুল ইসলাম রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।