পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার নিয়ে জনগণকে অন্ধকারে রেখেছে সরকার। ১০ মাসেই সরকারের ভেতরে ও বাইরে এবং দেশে অস্থিরতা বাড়ছে। এভাবে অস্থিরতা বাড়তে থাকলে সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। সরকার কি ক্ষমতার মোহে আচ্ছন্ন? এমন প্রশ্ন সবার।

তিনি বলেন, পরিস্থিতি ঘোলাটে না করে অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণা করুন।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১৭ মে) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তারেক রহমান বলেন, করিডোর বা বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তী সরকারের না। এটা নির্বাচিত সরকারের কাজ। পরিস্থিতি দেখে মনে হচ্ছে সরকার চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়াকে প্রাধান্য দিচ্ছে।

এনডিএমর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুলশানের লেকশোর হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি এনডিএমর চেয়ারম্যান ববি হাজ্জাজের উদ্যোগে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে এনডিএমর ভাইস-চেয়ারম্যান ফারুক উজ জামান চৌধুরী, মহাসচিব মোহাম্মদ মোমিনুল আমিন, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হিরা, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম, দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।