পরীক্ষার সময় কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/07/photo-1531985581.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দীর্ঘদিন ধরে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় নানা ধরনের ‘বিভ্রান্তি’ তৈরির সুযোগ সৃষ্টি হয় বিধায় অল্প সময়ের মধ্যে পরীক্ষা শেষ করে ফল প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলের অনুলিপি হাতে পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
ফল প্রকাশ উপলক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বোর্ডপ্রধানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি প্রকাশ করেন। পরে তিনি ফলের সারসংক্ষেপ তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে পাস করা শিক্ষার্থী ও অল্প সময়ের মধ্যে ফল প্রকাশের জন্য কর্মকর্তাদের অভিনন্দন জানান। পাশাপাশি তিনি পরীক্ষার দিন কমিয়ে আনার আহ্বান জানিয়ে বলেন, ‘২ এপ্রিল থেকে শুরু আর ২৪ মে পর্যন্ত পরীক্ষা—এত দীর্ঘ সময়, যদিও রেজাল্ট দিতেও আপনারা এত সময় নিলেন না। কিন্তু পরীক্ষা নিতে যত বেশি সময় নিয়েছেন। সেখানে কীভাবে পরীক্ষার সময়টা কমিয়ে আনা যায়।’
‘পরীক্ষার সময়টা যদি কমিয়ে আনা যায়, তাহলে দেখবেন নানা রকম যে কথাবার্তা বলা, রিউমার ছড়ানো নানা ধরনের কথা প্রচার করা এগুলো কিন্তু কমে আসবে। কাজেই সেদিকে একটু লক্ষ রেখে…।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘সরকার শিক্ষা খাতের উন্নয়নে সব রকম পদক্ষেপ নিয়েছে। কারণ আমরা জানি দেশকে দারিদ্র্যমুক্ত ও উন্নত করতে হলে শিক্ষিত জাতি গড়ে তোলার বিকল্প নেই।’
পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়েই তার অপব্যবহার হচ্ছে এবং এর মাধ্যমে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটছে। কিন্তু আমাদের সরকার কার্যকর ব্যবস্থা নেওয়ায় এবার প্রশ্ন ফাঁস হয়নি।’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন