পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা, বাঁচাতে গিয়ে খালারও মৃত্যু
জামালপুরের ইসলামপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় ফেল করায় এক ছাত্রী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।
এ সময় তাকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে অন্তঃসত্ত্বা খালাও মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার টংগের আলগায় এ ঘটনা ঘটে। নিহত ওই ছাত্রীর নাম শারমীন আক্তার (১৬)। তার খালার নাম সুখতারা বেগম (২৫)।
স্থানীয়রা জানান, ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের হাড়িয়াবাড়ী গ্রামের আব্দুস সালামের মেয়ে শারমিন আক্তার পৌর এলাকার টংগের আগলা গ্রামে নানার বাড়িতে থেকে শহীদ খালেদ মোশারফ উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়ালেখা করত।
ওই স্কুল থেকে এ বছর সে এসএসসি পরীক্ষা দিয়েছিল। বৃহস্পতিবার পরীক্ষার ফল প্রকাশ হলে শারমিন আক্তার অকৃতকার্য হয়। এতে ক্ষোভে-দুঃখে শারমিন আক্তার দৌড়ে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা ট্রেনের নিচে গিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।
এ সময় ভাগ্নিকে বাঁচাতে গিয়ে অন্তঃসত্ত্বা খালা সুখতারা বেগমও ট্রেনে কাটা পড়ে মারা যান। নিহত সুখতারা বেগম পাথর্শী গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। ইসলামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীন-ই আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন