পরীমনিকে এক হাজার টাকা দেওয়ার নির্দেশ আদালতের
আদালতে হাজির না হয়ে পরপর তিন দফা সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করায় আসামিপক্ষকে এক হাজার টাকা দেওয়ার জন্য চিত্রনায়িকা পরীমনিকে নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯–এর বিচারক শাহানা হক সিদ্দিকা আজ বুধবার (২০ মার্চ) এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী রানা আচার্য।
আদালত সূত্রে জানা যায়, মামলাটিতে আজ বুুধবার পরীমনির সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু পরীমনি আদালতে হাজির হননি। এজন্য তার পক্ষে আইনজীবী জয়া রাণী দাশ সাক্ষ্যগ্রহণ পেছাতে সময় আবেদন করেন। এতে বলা হয়, পরীমণি শুটিংয়ের জন্য ভারতে থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি।
এ অবস্থায় আদালত পরীমণীকে শেষবারের মতো সময় দেন। পাশাপাশি আসামিদের প্রত্যেককে যাতায়াত ভাড়া বাবাদ এক হাজার টাকা দিতে নির্দেশ দেন।
মামলার আসামি হলেন—নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। ২০২১ সালের ১৪ জুন তাদের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন পরীমনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন