পর্দায় আসছেন সালমানের প্রেমিকা লুলিয়া
বলিউডের অনেক নায়িকাকেই খ্যাতির চূড়ায় উঠিয়েছেন সালমান খান। এদের অনেকেই এক কালে ছিলেন সালমানের প্রেমিকা বা বান্ধবী।
এ ধারাবাহিকতায় এবার পর্দায় আসছেন তার দীর্ঘদিনের কথিত প্রেমিকা লুলিয়া ভান্টুর।
ভারতের জনপ্রিয় উপস্থাপক মনীশ পালের সঙ্গে এক মিউজিক ভিডিওতে দেখা যাবে তাকে।
মনীশ পাল ইন্ডাস্ট্রিতে নতুন মুখ নন। তবে তাকে এত দিন দর্শকেরা অভিনেতা আর উপস্থাপক হিসেবে দেখেছেন।
অন্যদিকে রোমানিয়ার মডেল লুলিয়ার গান শ্রোতারা শুনেছেন ‘সুলতান’ আর ‘ও তেরি’ ছবিতে।
‘হারজাই’ শিরোনামের একক গানের ভিডিওতে অংশ নেয়ার পাশাপাশি গানেও কণ্ঠ দিয়েছেন লুলিয়া ও মনীশ। এছাড়া এতে কণ্ঠ দিয়েছেন শচীন গুপ্ত।
সব ঠিক থাকলে ১৭ জানুয়ারি ভিডিওটি প্রকাশ করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন