পর্যটন এলাকা খ্যাত সাজেকে কলেজ নির্মাণ সামগ্রী পাহারাদারদের তাড়িয়ে দেয়ার অভিযোগ

পার্বত্য অপরুপ লীলাভুমি প্রকৃতির এলাকা পর্যটন খ্যাত সাজেকে কলেজ নির্মাণ সামগ্রী পাহারাদারদের তাড়িয়ে দেয়ার ঘটনায় এলাকাবাসীরা অভিযোগ করেছে। সাজেকে নির্মাণাধীন কলেজ, যেখানে গত ১৩ই জুন বনবিভাগ স্থাপনা নির্মাণে স্থগিত আদেশ সাইনবোর্ড লাগিয়ে দেওয়ায় নাইড গার্ড নিয়োগ করা হয়।
এতে পার্বত্য রাঙামাটির সাজেকে কলেজ নির্মাণ সামগ্রী পাহাদারদের সেনাবাহিনীর সদস্যরা ধাওয়া করে তাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার(৮ই জুলাই ২০২৫) দুপুরে আকস্মিক এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জনান, মঙ্গলবার দুপুর ১২টার সময় বাঘাইহাট সেনাজোন থেকে একটি পিকআপে করে একদল সেনা সদস্য এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে নির্মাণাধীন কলেজের স্থানে গিয়ে কলেজ নির্মাণে ব্যবহার্য রদ, সিমেন্ট, ইট, কাঠ, মিস্ত্রি সরঞ্জাম ও যাবতীয় মালামালের পাহারাদারদের ধাওয়া করে তাড়িয়ে দিয়েছে।
গত ১৩ই জুন বাঘাইছড়ি ইউএনও শিরীন আক্তারের নির্দেশ ও বনবিভাগ কর্তৃক স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়ার পর থেকে কলেজ নির্মাণের কাজ স্থগিত ছিল। যার কারণে কলেজ নির্মাণ কমিটি পাহারাদার নিয়োগ করে নির্মাণ সামগ্রীগুলো পাহারা দেয়ার ব্যবস্থা করে।
উল্লেখ্য, ইউএনও এবং বনবিভাগ কর্তৃক কলেজ নির্মাণে নিষেধাজ্ঞার প্রতিবাদে গত ১৬ই জুন সাজেক এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার বরাবরে স্মারকলিপি দেন।
কিন্তু এখনো সরকার ও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ইতি বাচক কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে কলেজ নির্মাণ কমিটির সদস্য রন্তু চাকমা বলেন, শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক নীতিমালা অনুসরন করে আমরা প্রশাসনের নির্দেশ মেনে কলেজ নির্মাণ কাজ স্থগিত রেখেছি।
নির্মাণ সামগ্রীগুলো যাতে চুরি হয়ে না যায় সেজন্য পাহারাদার নিয়োগ করেছি। কিন্তু মঙ্গলবার সেনাবাহিনীর সদস্যরা পাহারাদারদের ধাওয়া করে তাড়িয়ে দিয়েছে। সেখানে রক্ষককের ভুমিকা না হয়ে ভক্ষক ভুমিকা নিরাপত্তা বিগ্ন ঘটনার আশংকা করছে। এ ঘটনা থেকে স্পষ্ট হলো যে, মূলত সেনাবাহিনীই পর্যটন খ্যাত সাজেকে কলেজ নির্মাণ হোক তা চায় না।
তিনি কলেজ নির্মাণের প্রতিবন্ধকতা দূর করার মাধ্যমে সাজেকের দুর্গম ও প্রত্যন্ত এলাকার ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষার সুযোগদানের জন্য অন্তবরর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা কাছে বিনীত আহŸান জানিয়েছেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন