পলাতক অবস্থায় অবসর নিচ্ছেন কারনান

আজ অবসর গ্রহণের কথা কলকাতা হাইকোর্টের বিচারপতি সিএস কারনানের। আদালত অবমাননার দায়ে তাকে ছ’মাসের কারাদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্ট। গ্রেফতারি এড়াতে এখনও গা ঢাকা দিয়ে রয়েছেন তিনি। ভারতের ইতিহাসে এই প্রথম কোনও হাইকোর্টের বিচারপতি পলাতক অবস্থায় অবসর নিচ্ছেন।

এ বছরের গোড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে চিঠি লেখেন কারনান। তাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জেএস খেরারসহ বর্তমান ও প্রাক্তন সব মিলিয়ে ২০ জন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। সেই সঙ্গে তদন্তের দাবিও করেন তিনি।

সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাকে কলকাতা হাইকোর্ট থেকে মাদ্রাজ হাইকোর্টে বদলির সিদ্ধান্ত নেয়। তাতেও স্থগিতাদেশ দেন তিনি। এর জেরে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে সুপ্রিম কোর্টের ৭ বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতে হাজিরা দিতে বলা হয় তাকে।

কিন্তু আদালতের নির্দেশ কানে তোলেননি কারনান। গত ৯ মে তার ছ’বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় শীর্ষ আদালত। ১০ মে কলকাতা পুলিশের ডিজিপি রাজ কনোজিয়া, অফিসার রণবীর কুমার, সি সুধাকর, দীপঙ্কর বক্সী এবং সুকুমার কান্তি তার চেন্নাইয়ের বাড়িতে হাজির হন। কিন্তু হদিশ মেলেনি তার। তাকে খুঁজতে ব্যর্থ হয়েছে চেন্নাই পুলিশও। তিনি শ্রীলঙ্কায় পালিয়ে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।