পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের নিকট কবি টিএম মনোয়ার হোসেনের বই হস্তান্তর করেন বিদ্যুৎ চৌধুরী

কবি-কথা সাহিত্যিক ও গীতিকার টিএম মনোয়ার হোসেন-এর লেখাসহ অন্য লেখকের উপহারের বই স্থানীয় সংগঠন পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের নিকট হস্তান্তর করা হয়।

বুধবার (১২ জুন) সকালে উপহারের এসব বই সমূহ ব্যক্তিগত অফিস থেকে আনুষ্ঠানিক হস্তান্তর করেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের সাংগঠনিক সম্পাদক সোহাগ মিয়া ও সদস্য সোহাগ হোসেন বইগুলো গ্রহণ করেন। সংবাদকর্মী আরিফ উদ্দিন ও শিক্ষক শরিফুল ইসলাম ছাড়াও অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য; গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব গোপিনাথপুর গ্রামে অবস্থিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘ’।

সংগঠনটি প্রতিষ্ঠা থেকে অত্রালাকায় নানামুখি সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। সংগঠনটি একটি ভ্রাম্যমান লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন।

এরই ধারাবাহিকতায় কবি-কথা সাহিত্যিক ও গীতিকার টিএম মনোয়ার হোসেন ভ্রাম্যমান লাইব্রেরির জন্য তঁার নিজের লেখা বইসহ উপহার স্বরূপ অন্য লেখকের বই সামগ্রী সংগঠনটিকে উপহার দেন।