পল্লী গাঁয়ের চাষী || এম. শরীফ হোসেন

পল্লী গাঁয়ের চাষী
এম. শরীফ হোসেন


ওরা পল্লী গাঁয়ের চাষী
রোদে পুড়ে ফসল ফলায়
মুখে নিয়ে হাসি।

সোনার ফসল বুনতে গিয়ে
খায় দায় মাঠে,
পিঁয়াজ মরিচ পান্তা ভাতে
নিজের দিন কাটে।

মাথার ঘাম পায়ে ফেলে
ফসল বুনে তারা
কাদা মাটির গন্ধ ওদের
করে পাগল পারা।

হিংসে ওদের পায়না ছুঁতে
অলস দুরে থাকে,
ওদের চোঁখে রাজা প্রজা
সুখের স্বপ্ন আঁকে।

গুনগুনিয়ে গানের সুরে
কাজে থাকে ডুব,
ওদের হাতেই গড়ছে দেশ
ওরাই নির্লোভ।