পাঁচ শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শেরপুর জেলা ছাত্রশিবির

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানাতে শেরপুর সরকারি কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে ‘এ প্লাস সংবর্ধনা ২০২৫’।
শনিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ৫ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
শেরপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুজ্জান মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ। প্রধান আলোচক ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন (এইচআরডি) সম্পাদক শরিফ মাহমুদ।
জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাশহারুল ইসলাম মিল্লাত এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা আমীর ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জামায়াতে ইসলামী শেরপুর জেলা সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান বাদল এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক গোলাম কিবরিয়া।
প্রধান অতিথির হাফেজ রাশেদুল ইসলাম বলেন, “দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষিত ও সৎ মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হবে। আজকের এ+ প্রাপ্ত শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। শিবির সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে নৈতিক ও সৃজনশীল প্রজন্ম গঠনে কাজ করছে।”
এর আগে সকালে শেরপুর সরকারি কলেজের দুটি হলে শিক্ষার্থীদের মাঝে সকালের নাস্তা বিতরণ করেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাশহারুল ইসলাম মিল্লাত এবং কলেজ শাখার সভাপতি তাহসান মাহবুব শহিদুল্লাহ।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, এ ধরনের উদ্যোগ তাদের আরও অনুপ্রাণিত করবে। এক কৃতি শিক্ষার্থী বলেন, “আমরা এই স্বীকৃতিকে প্রেরণা হিসেবে গ্রহণ করব। ভবিষ্যতে দেশের জন্য আরও ভালো কিছু করার চেষ্টা চালিয়ে যাব।” আরেকজন বলেন, “আমাদের সাফল্যকে মূল্যায়ন করায় আমরা গর্বিত। এ ধরনের আয়োজন আমাদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী করে তুলবে।”
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যতে আরও অগ্রগামী হতে উৎসাহিত করতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন