পাঁচ সহস্রাধিক বৃক্ষরোপণের পরিকল্পনা ময়মনসিংহের ফুলবাড়ীয়া হেল্পলাইনের
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আঞ্চলিক ফেসবুক গ্রুপ ফুলবাড়ীয়া হেল্পলাইন এর উদ্যোগে রোববার (৬ জুন) বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়।
এদিন বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা পরিষদ প্রাঙ্গনে ঔষধি ও ফুলের গাছ হস্তান্তরের মাধ্যমে কার্যক্রমের শুরু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাছ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ। তিনি এসময় ফুলবাড়ীয়া হেল্পলাইন এর এমন উদ্যোগকে স্বাগত জানান।
পরবর্তীতে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসারের কাছে কয়েকটি চারাগাছ হস্তান্তর করে ফুলবাড়ীয়া হেল্পলাইনের এডমিন প্যানেলের সদস্যবৃন্দ। বৃক্ষরোপণ কর্মসূচির নিয়ে গ্রুপের এডমিন আকিব আবরার জানায়, এ কার্যক্রম অব্যাহত থাকবে। আমদের উদ্যোগে পাঁচ হাজারের মতো গাছ লাগাতে চাই। সবুজায়নের এই উদ্যোগে সকলের অংশগ্রহণ কামনা করছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন