পাওয়া গেল মুখ ছাড়া মাছের সন্ধান
সম্প্রতি অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় সামুদ্রিক অঞ্চলে চালানো অভিযানে মুখ ছাড়া এক জাতীয় মাছের সন্ধান খুঁজে পেয়েছেন একদল গবেষক।
জানা যায়, নানা ধরনের অদ্ভুত প্রাণীর খোঁজ মিলেছে তাদের অভিযানে, যেগুলোর বেশির ভাগই প্রাণিবিজ্ঞানীদের কাছে একেবারেই অপরিচিত। মূলত গভীর সমুদ্রের প্রাণ ও জীববৈচিত্র্য পরীক্ষা করাই ছিল তাদের অভিযানের উদ্দেশ্য।
অভিযানে অংশ নেওয়া গবেষকেরা জানান, গভীর সমুদ্র বেশ অন্ধকার থাকে। ফলে সমুদ্রের এত গভীরে থাকা মাছের অনেক সময় চোখ থাকে না। এর বদলে তাদের শরীরে থাকে আলো উৎপন্নকারী পদার্থ।
সেই আলো দিয়েই পথ চলে এসব প্রাণী। আবার একধরনের মাংসাশী স্পঞ্জ-জাতীয় প্রাণী পাওয়া গেছে, যার সিলিকনের তৈরি ধারালো দাঁতের মতো আছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন