পাকিস্তানকে অশান্ত করার দায় ভারতের, দাবি পাকিস্তানি মন্ত্রীর
পাকিস্তানকে অশান্ত করার দায় ভারতের ওপর চাপালেন পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এহসান ইকবাল। তার দাবি, পাকিস্তানে যে সংগঠনগুলি সংঘর্ষ, বিক্ষোভ আন্দোলন শুরু করেছে তারা ভারত থেকে মদত পেয়েছে।
পাকিস্তানের প্রথম সারির সংবাদ পত্র দ্য ডন-এ দেওয়া সাক্ষাৎকারে এমনই অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে কেন এই আন্দোলন হঠাৎ করে মাথা চারা দিয়েছে তা নিয়ে পাকিস্তান সরকার তদন্ত শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি।
পাকিস্তানের ইসলামাবাদ, করাচি, রাওলপিণ্ডি, পেশোয়ারের মত বড় শহর গুলিতে পর্যন্ত ছড়িয়ে পড়েছে আশান্তি। আন্দোলনের মূল কাণ্ডারি তেহরিক–ই–লেবাইক। সেই আন্দোলনে সামিল হয়েছে আরও কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল।
জানা গেছে, ইসলামাবাদে বিক্ষোভকারীরা ক্রমশ সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাড়ির দিকে এগোচ্ছে। প্রায় ২০০০ বিক্ষোভকারী জমায়েত হয়েছে নওয়াজের বাড়ির কাছে। নিরাপত্তার কারণে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর বাংলোয় যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন