পাকিস্তানকে ‘বেগুনের ভর্তা’ বানাবে ভারত!
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তান ব্লকবাস্টার আগামী রবিবার। কিন্তু, মাঠের লড়াই শুরু হওয়ার আগেই ম্যাচের উত্তেজনা ও উত্তাপ ছড়িয়ে পড়েছে মাঠের বাইরে। আর সেই লড়াইয়ে যোগ দিলেন দুই দেশের সাবেক দুই তারকা বীরেন্দ্র শেবাগ ও শোয়েব আখতার।
সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে এবিপি নিউজে একটি টক-শোয়ে অংশ নেন তারা। এদিন তাঁর পরিচিত মেজাজে পাওয়া যায় শেবাগকে। তবে, দ্বৈরথ শুরু করেন শোয়েব আখতার। সাবেক ভারতীয় মারকুটে ব্যাটসম্যানকে তিনি ভারত ও পাকিস্তানের একদিনের ম্যাচ পরিসংখ্যান নিয়ে বলেন।
জবাবে শেবাগ বলেন, আগামী রবিবার পাকিস্তানকে ‘বেগুনের ভর্তা’ বানিয়ে ছাড়বে ভারত। এই কথা শুনেই প্রায় ‘তেলে-বেগুনে’ হয়ে উঠেন শোয়েব। এর মধ্যে আবারও শেবাগের কটাক্ষ, আশা করি পাকিস্তানের জনগণ সেদিন (হারের পর) টিভি সেট ভাঙবে না। তার মতে, টিভি ভাঙার পরিবর্তে পাক জনতার উচিত আগে থেকে রেডিও সেট কিনে নেওয়া। কারণ, তা কম খরচের। ভাঙলেও, খরচ কম হবে।
এই কথা শুনে শোয়েব বলেন, তাঁদের দেশে বহু পুরনো চীনা টিভি সেট রয়েছে। ফলে, ভাঙলেও ক্ষতি নেই। এখানেই শেষ নয়। শোয়েবের মতে, ভারত ও পাকিস্তানের উচিত বছরে অন্তত দুটি করে দ্বিপাক্ষিক সিরিজ খেলা। তাতে ভারতের অর্থ উপার্জন হবে।
প্রতিক্রিয়ায় শেবাগের পাল্টা, ভারতীয় বোর্ড এমনিতেই সবচেয়ে ধনী বোর্ড। উল্টে পাকিস্তান বোর্ডের অর্থের প্রয়োজন, যা তারা ভারতের সঙ্গে সিরিজের মাধ্যমে উপার্জন করতে চায়। এতে পাকিস্তানি ক্রিকেটারদের ভাল হবে বলেও জানান শেবাগ।
প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। দু’বার জয়ী হয়েছে ভারত। এছাড়া, আইসিসি প্রতিযোগিতায় দু’দেশের দ্বৈরথে ভারত অনেকটাই এগিয়ে পাকিস্তানের চেয়ে। এখনও পর্যন্ত কোনো বিশ্বকাপের ম্যাচে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। সূত্র; এবিপি আনন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন