‘পাকিস্তানিরা এখন বাংলাদেশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে’
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ সব সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে। বাংলাদেশের দিকে তাকিয়ে এখন পাকিস্তানের মানুষ দীর্ঘশ্বাস ফেলে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, স্বাধীনতার ৫০ বছর পর বঙ্গবন্ধুর দেশ রচনা এবং তার কন্যা শেখ হাসিনার দেশ পরিচালনা স্বার্থক হয়েছে। কিন্তু আজকে স্বাধীনতার এতো বছর পরও যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি সেই অপশক্তি এবং তাদের দোসররা এখনও সক্রিয় আছে।
তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে, সব অপশক্তিকে পদদলিত করে, সব প্রতিবন্ধকতা দূরে ঠেলে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছাতে পারব।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন